সিলেট-জকিগঞ্জ সড়কের টিকরপাড়া এলাকায় দুর্ঘটনাকবলিত একটি বাসের নিচ থেকে বদরুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ১২টার দিকে বাসটি উদ্ধারকালে মরদেহ পানিতে ভেসে ওঠে। নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংক বিয়ানীবাজার চারখাই শাখার সিনিয়র অফিসার এবং বিয়ানীবাজার উপজেলার খলাগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করলেও বদরুল ইসলাম বাসের নিচে চাপা পড়ে ছিলেন। পরে ক্রেন দিয়ে বাসটি তোলার পর তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ