চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি দুজন একসঙ্গে বিদেশের মাটি চষে বেড়াচ্ছেন। কখনো ফ্রান্স, কখনো ইতালি। সেখান থেকে নিজেদের মধুর মুহূর্তগুলো ফেসবুকে ভাগ করে নিচ্ছেন এ অভিনেত্রী। শনিবার ইতালির লেক কোমোতে গিয়ে কিছু ছবি দিয়ে লেখেন- ‘আমি সব সময় শুনে এসেছি যে, লেক কোমো বিশ্বের অন্যতম রোমান্টিক স্থান। বিশেষ করে দম্পতিদের জন্য। সত্যিই এটি আমরা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। সত্যি বলতে, পুরো অভিজ্ঞতাটা ছিল যেন একটা স্বপ্নের মতো।’ তিনি লেখেন, ‘আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে কাটাতে পেরেছি। এখনকার শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্ত আমি কখনো ভুলব না। লেক কোমোর কিছু ঝলক শেয়ার করলাম।’