‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলার মলামারী এলাকার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
সোমবার (২৮ জুলাই) ১৯-পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ড এই ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা প্রায় এক হাজারের বেশি গরিব ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এছাড়াও ১৫০ জন চক্ষু রোগীকে চশমা বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও আর্থিক অস্বচ্ছলতার কারণে এই অঞ্চলের মানুষ উচ্চমানের চিকিৎসা থেকে বঞ্চিত। এ ধরনের ক্যাম্পে চিকিৎসা পেয়ে তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সেনাবাহিনীই সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ