জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার জলাবদ্ধ ভবদহ এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে সেনাবাহিনী।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত স্থানীয় এসটি স্কুল এন্ড কলেজে দেড় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু এই সেবা গ্রহণ করেন।
৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার তত্ত্বাবধানে ১০৫ ব্রিগেড এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
আয়োজকরা জানান মেডিসিন, চক্ষু, চর্ম, গাইনি ও শিশু বিষয়ের ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের চিকিৎসাপত্র প্রদান করেন। পরে চিকিৎসাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।
১০৫ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী বলেন, সেনাবাহিনী তাদের নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনহিতকর কার্যক্রমও পরিচালনা করে থাকে। তারই অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভবদহ এলাকার জলাবদ্ধ নারী, পুরুষ ও শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরণের জনহিতকর কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতি বর্ষা মৌসুমেই যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার কয়েকশ’ গ্রাম (ভবদহ এলাকা হিসেবে পরিচিত) জলাবদ্ধ হয়ে পড়ে। ফসল ও কাজ হারিয়ে নি:স্ব হয়ে পড়েন তারা। দীর্ঘদিন বদ্ধ পানিতে থাকার কারণে পানিবাহিত নানা রোগও ছড়িয়ে পড়ে এলাকায়।
এ অবস্থায় সেনাবাহিনীর এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করায় এলাকার সুবিধাবঞ্চিত নারী, পুরুষেরা সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/হিমেল