বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
সোমবার (২৯ জুলাই) দুপুরে বাগেরহাট-ঢাকা মহাসড়কের চাঁদেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া গ্রামের বাসিন্দা রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বামনা উপজেলার সদিপুর গ্রামের মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০)। আহত আরোহী মাহবুব হোসেন (২৮), তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। বর্তমানে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সোমবার দুপুরে মৎস্যচাষী রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনজন সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজেশ্বর বৈদ্য ও সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মাহবুব হোসেন চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/মুসা