মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসামি অমল পালের (৫৮) বসতঘর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা যায়, তিনটি সিনথেটিক বস্তায় মোট ৮৬ বোতল বিদেশি মদ ছিলো। সব মিলিয়ে প্রায় ৩৮ লিটার ১৬০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিতা-পুত্র দুইজনকেই আসামি করা হয়েছে। তারা হলেন অমল পাল (৫৮) ও তার ছেলে শংকর পাল (২৯)। অভিযানের সময় দুজনই পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন।
বিডি প্রতিদিন/নাজমুল