রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়কে ক্লাস করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ক্লাসে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের ওপরে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন হয়নি। ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিপিপির অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। আন্দোলন চলাকালেও গতকালকের একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি এজেন্ডাভুক্ত হয়নি- যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। তারা অভিযোগ করে বলেন, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি অনুমোদন তো নয়ই, একনেকের এজেন্ডাভুক্তও না করা দেশের শিক্ষাব্যবস্থায় চরম বৈষম্যের ইঙ্গিত বলে শিক্ষক-শিক্ষার্থীসহ শাহজাদপুরবাসী মনে করছেন। শিক্ষক-শিক্ষার্থীরা ডিপিপির অনুমোদন ও পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এজন্য আগামীকাল পুনরায় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী মহাসড়কে ক্লাস অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।