লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বগি উল্টে গেছে। গতকাল দুপুর ২টার দিকে শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আট যাত্রী আহত হয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে একটি কমিউটার ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে কমিউটার ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়। এতে লালমনির দুটি এসি বগি উল্টে যায়। এ সময় কমিউটার ট্রেনের আটজন যাত্রী আহত হন। তবে কারও অবস্থা গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান, কী কারণে এমনটা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।