চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মফিজ উদ্দিন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় উপজেলার চাম্বল ইউনিয়নে এই ঘটনা ঘটে। মফিজ ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজ ও তার স্ত্রী মহিমা বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে আজ সকালে ঝগড়ার পর অভিমান করে সবার অগোচরে ঘরের মাচার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মফিজ। দুপুরে ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখা যায় মফিজ ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজমুল