চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনে প্রবাসীরা মোট ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই পরিসংখ্যান নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, আগের অর্থবছরের (২০২৪-২৫ অর্থবছরের) একই সময়ে প্রবাসীরা ১৫৭ কোটি ডলার পাঠিয়েছিলেন। ফলে এবার জুলাইয়ের ২৭ দিনে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ৩৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
গত রবিবার এক দিনে প্রবাসীরা ১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা ৩ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
বিডি প্রতিদিন/জুনাইদ