রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে চিকিৎসা নেয় রাফসি আক্তার রাফিয়া (১২)। গত রবিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে সে।
রাফিয়ার বাবা মো. শামীম বলেন, চঞ্চল মেয়েটা একদম নিশ্চুপ হয়ে গেছে। আগে দুষ্টুমি করে সারা বাড়ি মাতিয়ে রাখত। এখন ১০ বার ডাকলেও উত্তর নেই। সাড়া দিতে চায় না। চিকিৎসকরা ওর সঙ্গে গল্প করতে, বিভিন্ন কাজে উৎসাহ দিতে বলেছে। আমরাও চেষ্টা করছি মেয়েটাকে স্বাভাবিক করতে। কিন্তু তার আতঙ্ক কাটছে না।
গত রবিবার রাফসির মতোই হাসপাতাল থেকে বাসায় ফিরেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়ান খান। সে মা-বাবার একমাত্র সন্তান। তার ফুপু শান্তা ইসলাম বলেন, আগুনে আয়ানের শরীর তুলনামূলকভাবে কম পুড়েছে। তার দুই কানে ও হাতে ফোসকা পড়ে গিয়েছিল। হাতগুলো সেদ্ধর মতো লাল লাল ছোপ হয়ে গেছিল। এখন সে রাতে ঘুমের মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। রবিবার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আয়ানের শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর তিনটি হাসপাতালে বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন। এর মধ্যে বার্ন ইনস্টিউটে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন এবং মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে মারা গেছে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন বলেন, এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৩ জন। এর মধ্যে ২৭ জনই শিশু। রবিবার ভেন্টিলেটরে দুজন ছিল, তাদের একজনকে আমরা হারিয়েছি। বর্তমানে ৩৩ জন ভর্তি আছে। তাদের মধ্যে সংকটাপন্ন তিনজন এবং আশঙ্কাজনক অবস্থা তিনজনের। তিনি আরও বলেন, এর মধ্যে ভালো খবর হলো মাঝামাঝি পর্যায়ের তিনজনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। আবহাওয়া বিবেচনায় এবং তাদের পরিবারের অনুরোধে পরবর্তী ড্রেসিং করার পর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।
ছুটি বাড়াল মাইলস্টোন খুলবে ৩ আগস্ট : তৃতীয় দফায় আরও তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ী স্থায়ী ক্যাম্পাস। এতে করে আগামী রবিবার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি। গতকাল বিকালে প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে প্রথম দফায় ২২, ২৩ ও ২৪ জুলাই তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ ও ২৮ জুলাই ছুটি ঘোষণা করা হয়, যা আজ শেষ হচ্ছে। সর্বশেষ তৃতীয় দফায় আবারও তিন দিনের ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট নিশ্চিত করতে এই যোগাযোগ ও আলোচনা করা হচ্ছে, যা কাউন্সেলিংয়ের একটি অংশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে। সব প্রস্তুতি শেষে আগামী ৩ আগস্ট থেকে দিয়াবাড়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলেও জানান তিনি।