বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। রবিবার রাতে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। রাতেই মিরপুর মডেল থানায় জিডিটি করা হয়। পুলিশ জানায়, তাসকিনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি। অভিযোগে তিনি বলেন, তাসকিন তাঁকে ফোন করে ডেকে নিয়ে কিলঘুসি মেরে জখম করেন ও হুমকি দেন। জানা গেছে, অভিযোগকারী তাসকিনের বন্ধু। কী কারণে এমনটি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে আছে। ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন।