আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা থাকবে— সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ালেও বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলেছে শিক্ষাবিষয়ক দুই সরকারি সংস্থা।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকী বলেন, আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া। আমাদের কোনো বৈঠকে এমন আলোচনা হয়নি। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটির দিন থাকবে।
তিনি বলেন, কারা, কী উদ্দেশ্যে এসব ছড়াচ্ছে সেটি বলা মুশকিল। তবে সাপ্তাহিক ছুটি কমানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই।
একই ধরনের মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি খবর। প্রাথমিক স্তরে শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।
মাউশি এবং ডিপিই দু’পক্ষই বলছে, এ বিষয়ে কোনো ধরনের সরকারি সিদ্ধান্ত থাকলে তা সংবাদ বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে তারা।
মূলত, সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘আগস্ট থেকে শুক্র-শনিবারের ছুটি বাদ, সপ্তাহে একদিন বন্ধ থাকবে’— এমন ভুল তথ্য ভাইরাল হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উভয় সংস্থাই বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিডি প্রতিদিন/কেএ