বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী উক্যছাইং মারমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আজ সোমবার দুপুর ১২টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের খ্যাঙদঙ পাড়ায় বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উইং কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবী। এসময় বাঙ্গালহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উক্যছাইং মারমার বাবা উসাইমং মারমা ও মা তেজি প্রু মারমা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ বিমান বাহিনী উইং কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবীর নেতৃত্বে একটি দল উক্যছাইং মারমার গ্রামের বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কলেজ পাড়া এলাকায় পৌছায়। সেখানে তার পরিবারকে গভির সমাবেদনা জানায় দলটি। ভবিষ্যতে বিমান বাহিনী তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। পরে টানা বৃষ্টিতে পাহাড়ী পথ পাড়ি দিয়ে উক্যছাইং মারমার সমাধীস্থল খ্যাঙদঙ এলাকায় যায় বিমানবাহিনীর দলটি। সেখানে আনুষ্ঠানিকভাবে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবী।
এসময় উক্যছাইং মারমার স্বজনদের কান্নার আহাজারিতে শোকের ছায়া নেমে আসে চারপাশে। কিছুতেই থামছেনা মা তেজি প্রু মারমার কান্না। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় তিনি।
উল্লেখ্য, গত ২১ জুলাই নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি ভবনের উপর বিধ্বস্ত হলে বেশ কিছু শিক্ষার্থীদের সাথে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালী ইউনিয়নের সন্তান উক্যছাইং মারমাও অগ্নিদগ্ধ হয়। পরে সে চিকিৎসাধীন জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন। এরপর তার মরদেহ রাঙামাটি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালী ইউনিয়নের পারিবারিক শশ্মানে দেহক্রীয়া সম্পন্ন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল