সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার বলেছেন, ফিলিস্তিন ইস্যুর দ্বি-রাষ্ট্র সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি সম্মেলন নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল জানান, জাতিসংঘের সদর দফতরে ২৮ থেকে ৩০শে জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি সৌদি আরব, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক চালু করা 'দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্স'-এর কাজকে সমর্থন করে।
তিনি আরও উল্লেখ করেন যে, এই সম্মেলন ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় এবং দীর্ঘস্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে। এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারকে সমর্থন করার জন্য অব্যাহত প্রচেষ্টাকে পুনর্ব্যক্ত করে।
এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি ঘোষণা করেছেন যে, ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
প্রিন্স ফয়সাল বলেন, এই সম্মেলনের লক্ষ্য হলো অঞ্চলে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা। নিরাপত্তা বৃদ্ধি করা এবং দীর্ঘস্থায়ী ইসরায়েলি দখলদারিত্বের কারণে সৃষ্ট সহিংসতার চক্র বন্ধ করা।
বিডি প্রতিদিন/নাজমুল