গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রখ্যাত প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এই পদে প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ-এর স্থলাভিষিক্ত হন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন সোমবার এ তথ্য জানান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ড. সাইফুল আলম দেশের একজন সুপরিচিত মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ তাঁর পান্ডিত্য ও গবেষণার গভীরতা প্রতিফলিত করে। তিনি ২০১৩ সালে বিশ্বখ্যাত চাইনিজ একাডেমি অব সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০১৮-১৯ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
বিডি প্রতিদিন/হিমেল