বিভিন্ন সময় মসজিদে থেকে এলাকার মুসল্লিদের ধর্মীয় উপদেশ দেন তাবলীগ জামায়াতের লোকজন। এভাবে মালয়েশিয়াতেও ধর্মীয় বাণী ছড়িয়ে দেওয়া হয়। সেটি করতে গিয়ে বেকায়দায় পড়েছেন তাবলীগে ১৬ হাজার মুসল্লি। জানা গেছে, মালয়েশিয়ার শ্রী পিতালিং এলাকার একটি মসজিদে থেকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। সেখানে উপস্থিত সবাইকে এখন করোনাভাইরাস পরীক্ষা করতে বলা হয়েছে।
সেখানকার তাবলীগের নেতৃস্থানীয় ব্যক্তি মানসুর ইসমাইল। এক ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, সেখানকার মসজিদে বয়ান শুনতে আসা প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার। সবারই করোনা পরীক্ষা করা উচিত বলেও তিনি মনে করেন।
রবিবার নতুনভাবে ১৯০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার জের ধরে এ ধরনের সিদ্ধান্ত নেন তাবলীগের নেতারা। নতুনভাবে আক্রান্ত হওয়ার হার উদ্বেগ বাড়িয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে দেশটির পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মনে করছেন অনেকেই।
তাবলীগের নেতারা বলছেন, ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ যারা তাবলীগের আয়োজনে উপস্থিত থেকেছেন, তারা দ্রæত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করান। দেশব্যাপী মহামারি ছড়িয়ে পড়ার আগেই সবাইকে সতর্ক হতেও বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন