বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জার বিরুদ্ধে মাস্ক চোরাচালানির অভিযোগ উঠেছে। এরই মধ্যে এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এফআইএ’র নোটিফিকেশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ‘পাকিস্তান টুডে’।
অভিযোগ রয়েছে, ড. জাফর মির্জা ২০ মিলিয়ন মাস্ক বিদেশে পাচার করেছে। বিষয়টি তদন্তের জন্য এফআইএ’র পরিচালক জরুরি নির্দেশনা জারি করেছেন।
আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিফিকেশনে।
জানা গেছে, ড. জাফর মির্জা পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটি’র ডেপুটি পরিচালক গজনফর আলি খানের সহযোগিতায় দেশের বাইরে ২০ মিলিয়ন মাস্ক পাচার করেছেন।
বিডি প্রতিদিন/কালাম