করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কিত না হয়ে সবাইকে এখন সচেতনতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সচেতনতা তৈরিতে সরকারকে একা কাজ করলে চলবে না। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। এ মুহূর্তে করোনাভাইরাস নিয়ে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনোভাবেই যাতে গুজব না ছড়ায় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তা প্রতিরোধ করতে হবে। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে মানুষজনকে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ভালভাবে পরিষ্কার রাখতে হবে এবং ময়লা হাত দিয়ে নাক ও মুখ স্পর্শ করা যাবে না। হাঁচি ও কাশি দেওয়ার সময় মুখ ঢেকে নিতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন