চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এদিকে, যু্ক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৩, মৃত্যু হয়েছে ৬৯ জনের। ইতোমধ্যেই দেশটির অন্তত ৪৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
যু্ক্তরাষ্ট্রজুড়ে করোনা আতঙ্কের মধ্যে সুপার শপ থেকে মোট ১৮ হাজার হ্যান্ড স্যানিটাইজার কিনে স্টক করেন নোয়া কলভিন ও ম্যাট কলভিন নামে মার্কিন দুই ভাই।
সংকটকালীন সময়ে বেশি দামে স্যানিটাইজারগুলো বিক্রি করতে চেয়েছিলেন ওই দুই ভাই। কিন্তু এর আগে সত্যি বের হয়ে আসলো জনগণের সামনে। তবে এরই মধ্যে ৩০০ টি হ্যান্ড স্যানিটাইজার ব্রিকয় করেছে অনলাইন কোম্পানি আমাজনে। এক একটি স্যানিটাইজার তারা বিক্রি করেছে ৮ ডলার থেকে শুরু করে ৭০ ডলারে। তবে শেষপর্যন্ত জনগণের স্বার্থে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজারগুলো দান করে দেন দুই ভাই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন