আগামী ৩১ মার্চ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে থিসিসের শিক্ষার্থীরা ইচ্ছা করলে তাদের ল্যাবে কাজ করতে পারবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মিজানুর রহমান খান।
তিনি বলেন, করোনার ফলে দেশে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে থিসিসের শিক্ষার্থীরা ইচ্ছা করলে তাদের ল্যাবে কাজ করতে পারবে। ক্লাস বন্ধ থাকলেও অফিস ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন