২৯ মার্চ, ২০২০ ১৮:৪০

সিলেটে সোমবার যাচ্ছে করোনা পরীক্ষার মেশিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে সোমবার যাচ্ছে করোনা পরীক্ষার মেশিন

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপন করা হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার বিশেষায়িত ল্যাব। সোমবার ঢাকা থেকে ল্যাবের প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতি আসার কথা রয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। ল্যাব স্থাপনের পরই সিলেটে শুরু হবে করোনাভাইরাসের পরীক্ষা। আর চলতি সপ্তাহের শেষের দিকেই এ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেটে আগামীকাল (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে লোকজন এসে সিলেট ওসমানী মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু করবেন। ল্যাব স্থাপনের পর কলেজ ও হাসপাতালের কয়েকজনকে তারা প্রশিক্ষণ দেবে। এরপর থেকে সিলেটে পরীক্ষা শুরু হবে। ল্যাবের কার্যক্রম শুরু হলে সিলেট থেকে আর সন্দেহভাজন রোগীর নমুনা আইইডিসিআরে পাঠানো লাগবে না। 
সূত্র জানায়, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করা হবে। এরপর এই নমুনা ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে। এতে অল্প সময়ে বেশি রোগীর পরীক্ষা করা সম্ভব হবে। 


বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর