দেশে চলমান করোনা সংকটে বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন প্রতিদিনই তিনি ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। সাধারণ জনগণের মাঝে করোনাভাইরাস রোধে সতর্কতা লিফলেট বিতরণ করেছেন কাউন্সিলরদের সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে। তিনি মাইকিং করে জনগণের মধ্যে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন এবং সাবান ও মাস্ক বিতরণসহ জীবাণুমুক্ত করতে স্প্রে করেছেন। এছাড়া ২শ' দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন ১০ কেজি করে চাল।
বিডি-প্রতিদিন/শফিক