সিলেটে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফিরে আসা কুমিল্লার নাঙ্গলকোটের এক নারীর মধ্যে করোনা সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। ওই নারীর বাড়ি উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের এক গ্রামে।
উপজেলার রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ওই নারী সিলেটে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার (২৯ মার্চ) জামাতা সিলেট থেকে তাকে নাঙ্গলকোটের বাড়িতে নিয়ে আসেন। তার শরীরে জ্বরের কথা জানতে পেরেছি। যা সিজনাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমি বিস্তারিত খোঁজ-খবর নিয়েছি। তিনি সিলেটে বেড়াতে গিয়ে বিদেশ ফেরত কোন প্রবাসীর সংস্পর্শে যাননি। তারপরও আমরা বিষয়টি মনিটরিং করছি। সন্দেহের বশে কিছু বলা যাবে না। ওই নারীর পরিবারের কেউ যেন আপাতত বাড়ি থেকে বের হতে না পারে এজন্য নির্দেশনা দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, আমরা বিষয়টি জানার পর খোঁজ-খবর রাখছি। যতটুকু জানতে পেরেছি ওই নারীর মধ্যে জ্বরের লক্ষণ রয়েছে। কারো জ্বর হলেই করোনা আক্রান্ত রোগী বলা ঠিক হবে না। তারপরও মঙ্গলবার সকালে তার বাড়ি গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হবে। যদি তার মধ্যে এ ধরণের কোনো উপসর্গ দেখা যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, প্যাথলজিক্যাল পরীক্ষা ছাড়া কাউকে করোনা আক্রান্ত রোগী বলা যাবে না। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই নারীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি তার মধ্যে এ ধরনের কোন লক্ষণ দেখা যায় তাহলে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক