কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় কার্যকরী অবদান রেখে ভারতজুড়ে প্রশংসিত হচ্ছে মিনাল। তিনি সন্তানসম্ভবা ছিলেন। এদিকে করোনা টেস্টের কিট তৈরির চ্যালেঞ্জও হাতে নিয়েছেন। সাফল্যের সাথে টেস্ট কিট তৈরি করে জমা দেওয়ার পরের দিনই সন্তান প্রসব করেছেন তিনি। একটি ফুটফুটে কন্যা সন্তানের জননী হয়েছেন মিনাল। তার পুরো নাম মিনাল দাখেভে ভোসলে। যে সময়টাতে তার বাসায় বসে বিশ্রাম করার কথা ছিল, নিজের স্বাস্থ্যের কথার ভাবার কথা ছিল, তিনি ভেবেছেন দেশের শতকোটি মানুষের কথা।
ভাইরোলজিস্ট মিনাল মাইল্যাব রিসার্স অ্যান্ড ডেভেলাপমেন্টের প্রধানের দায়িত্ব পালন করছেন। তারা মোট ১০ জন মিলে যে কিট তৈরি করেছেন তা দিয়ে আড়াই ঘণ্টার মধ্যেই করোনার সংক্রমণ পরীক্ষা সম্ভব। ভারতে যেসব বিদেশি কিট ব্যবহৃত হয় তা দিয়ে করোনা পরীক্ষা করতে সময় লাগে ৭/৮ ঘণ্টা। মিনালের নেতত্বে তৈরি নতুন ওই টেস্টিং কিটের নাম পার্থ ডিটেক্ট। এমন কিট তৈরিতে ৩/৪ মাস লেগে যায়। কিন্তু তারা ছয় সপ্তাহেই এটি তৈরিতে সক্ষম হয়েছেন। ১৮ মার্চ মিনাল ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে কিট জমা দেন। পরের দিন সন্তান প্রসব করেন।
মিনালের বক্তব্য, দেশে জরুরি অবস্থা তৈরি হয়েছে, আমি কিট তৈরির বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। আমার তো দেশের সেবাও করতে হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা