বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ৭ লাখ ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মৃত্যু হয়েছে সাড়ে ৩৭ হাজারের।
এদিকে, ভাইরাসটিতে পাকিস্তানে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৭১৭ জন। নোভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। আর গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ১১ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ