কভিড-১৯ করোনাভাইরাসের কারণে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর গ্যাটউইক বিমানবন্দরে উড্ডয়ন স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বিশ্বের অন্য বিমানসংস্থাগুলোর মতে চলাচলে নিষেধাজ্ঞা ও সঙ্কটজনক বাজার পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাটউইকে সাময়িকভাবে আমাদের ফ্লায়িং শিডিউল স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইউরোপের অধিকাংশ দেশের ওপরই নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের অন্যদেশগুলো। তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্বের বিমান সংস্থাগুলো ভয়াবহ লোকসানের মুখে পড়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা