রংপুরে করোনার উপসর্গ নিয়ে দুুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কাউনিয়া উপজেলার হারাগাছ হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী।
হারাগাছের মৃত নারীর নাম মিনা রানী। মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অন্যদিকে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মিঠাপুকুরে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম মোর্শেদা বেগম (২৮)। তিনি উপজেলার ভাংনী ইউনিয়নের কামালপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী।
সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, ওই দুই নারী করোনা আক্রান্ত ছিল কিনা, তা নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। মৃতের পরিবারের সদস্যদের হোম কররোনটাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত