২৯ মে, ২০২০ ১৪:০৮

১৩ জুন পর্যন্ত লকডাউন বাড়াল আলজেরিয়া

অনলাইন ডেস্ক

১৩ জুন পর্যন্ত লকডাউন বাড়াল আলজেরিয়া

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিল আলজেরিয়া।

প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯ মহামারির পরিস্থিতি বিবেচনা করে বৈজ্ঞানিক কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বোনে লকডাউন বাড়ানোর ব্যাপারে সায় দেন। সরকারও তাতে সাড়া দিয়ে ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য লকডাউনের সময় বাড়িয়েছে।

রাজধানী আলজিয়ার্সসহ ১৬টি প্রদেশে আংশিকভাবে লকডাউন থাকবে বিকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং অন্য প্রদেশে লকডাউন চলবে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত। নাগরিকদের মাস্ক পরার পাশাপাশি পরিচ্ছন্ন থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার কমিশনের প্রধান দামেল ফোরার বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৪০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৭ জন। মৃত্যু বেড়ে ৬৩০ জন। একদিকে ১৪৮ জন রোগী সুস্থ হওয়ায় সেরে ওঠার সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৭ জন।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর