৮ জুলাই, ২০২০ ০৯:১৪
মহামারী করোনাভাইরাস

আয় কমে যাওয়ায় ৫৫০ কর্মীকে চাকরিচ্যুত করছে ডেইলি মিররের প্রকাশক

অনলাইন ডেস্ক

আয় কমে যাওয়ায় ৫৫০ কর্মীকে চাকরিচ্যুত করছে ডেইলি মিররের প্রকাশক

করোনাভাইরাস মহামারীরের জেরে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় দ্য ডেইলি মিরর ও দ্য ডেইল এক্সপ্রেসের প্রকাশক রিচ (Reach) ১২ ভাগ কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে। তবে চাকরিচ্যুত কর্মীরা যেন বঞ্চনার শিকার না হন সে বিষয়ে খেয়াল রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি। 

রিচের মালিকানায় আরও রয়েছে 'দ্য ডেইলি স্টার', 'ওকে!' সাময়িকী ও আঞ্চলিক কিছু সংবাদপত্র। রিচ জানিয়েছে, তাদের নেওয়া সিদ্ধান্তের কারণে চাকরিচ্যুতে হবে প্রায় ৫৫০ কর্মী।

সার্কুলেশন ও বিজ্ঞাপন থেকে আসা আয়ের পরিমাণ কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্টানটির প্রধান নির্বাহী জিম মুলেন।

সূত্র: বিবিসি 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর