১৬ জুলাই, ২০২০ ১৫:১৯

১৯১৮ সালের ফ্লু'র মতোই মারণরূপ নিতে পারে করোনা

অনলাইন ডেস্ক

১৯১৮ সালের ফ্লু'র মতোই মারণরূপ নিতে পারে করোনা

প্রতীকী ছবি

১৯১৮ সালের ফ্লুর মতোই মারণরূপ নিতে পারে করোনাভাইরাস, এমনই সতর্কবার্তা দিলেন বিশিষ্ট মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি। 

তাই বিশেষভাবে যুবসম্প্রদায়কে তার সাবধানবাণী, বেপরোয়া মনোভাব দেখিয়ে বিপত্তি যেন না বাড়ান তারা। ঘটনাচক্রে এদিনই যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার টপকে গেল, এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে ৯০০ জনের।

সম্প্রতি একটি বক্তৃতায় ফসি বলেন, কমবয়সীরা বলতেই পারেন, বয়স্কদের তুলনায় আমাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে নিজেকে যেমন সংক্রমণ থেকে বাঁচাতে হবে, তেমনই এটি দেখতে হবে যে তোমার থেকে অন্য কারও দেহে যেন সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের যা পরিস্থিতি তাতে ফসির এমন বার্তা তাৎপর্যপূর্ণ। তিনি জানান, ইচ্ছাকৃতভাবে নয়, অজান্তেই এই বিপত্তির অংশ হয়ে দাঁড়াচ্ছেন যুবসম্প্রদায়। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগভাজন এই বিশেষজ্ঞের পিছনে অবশ্য আদাজল খেয়ে লেগেছে হোয়াইট হাউস। তার মতামত নির্ভরযোগ্য নয় বলে প্রচার চলছে নানা ভাবে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির

সর্বশেষ খবর