মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে দুইজনের নমুনা পজিটিভ এসেছে। এদের মধ্যে একজন সদর উপজেলায় এবং আরেকজন রাজৈর উপজেলায়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১ জন, রাজৈর ৭ এবং কালকিনি ৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২০ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১১১২ জন। মোট সুস্থ হয়েছেন ৮১০ জন।
মাদারীপুর সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, মাদারীপুরে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে একজন সদর উপজেলায় এবং আরেকজন রাজৈর উপজেলায়।
তিনি আরও জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন