দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে রবিন বর্মন নামে এক ব্যক্তি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে করোনায় দিনাজপুরে এ পর্যন্ত ২৭ জন মারা গেলেন।
২২ জুলাই দিবাগত মধ্যরাত ১টার দিকে হাসপাতালে মারা যাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুরের স্বেচ্ছাসেবীরা সমাহিত করেছে। মৃত রবিন বর্মন (৬৫) দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুরের মৃত মটর বর্মনের ছেলে এবং তিনি বীরগঞ্জের স্থানীয় গীর্জার ফাদার।
এ ব্যাপারে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেল অর্গানাইজার আনোয়ার হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে রবিনকে গত ১৭ জুলাই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে ভর্তি করা হয়। এরপর ওইদিনই তার নমুনা নিয়ে ১৮ জুলাই রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২২ জুলাই দিবাগত মধ্যরাতে মারা যান। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার বিকালে তার গ্রামের বাড়ীর এলাকায় সমাহিত করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন