ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। তিনি বুধবার সন্ধ্যায় রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বাসা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী এলাকায়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুবরণ করলেন ৫ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টার ঠাকুরগাঁওয়ে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪ জন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০৬ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
আক্রান্তদের মধ্যে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২১৬ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ