বগুড়ায় নতুন করে আরও ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪২০ জনে দাঁড়ালো। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান।
গত ২৩ জুলাই বগুড়ায় পরীক্ষা করা ২১৫টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ১২ জন এবং বাকি ৩ জন শিশু। নতুন ৫০ জনের মধ্যে সদরে ৩৮ জন, শাজাহানপুর ৮ জন, নন্দীগ্রামে ২ জন, শেরপুরে ও দুপচাঁচিয়ায় একজন করে রয়েছেন। একই সময়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ১৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৭৫৯ জন সুস্থ হলেন।
বিডি প্রতিদিন/আল আমীন