চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে খাদিজা খাতুন (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে নাটোরে মারা যান তিনি। নিহত খাদিজা খাতুন চুয়াডাঙ্গা শহরের ফেরীঘাট সড়কের বিল্লাল হোসেনের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, বৃহস্পতিবার সকালে জ্বর, সর্দি-কাশি নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন খাদিজা খাতুন। করোনা উপসর্গ থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। সেখানে নেয়ার পথে রাত দেড়টার দিকে নাটোরে মারা যান তিনি।
আরএমও আরও জানান, বৃহস্পতিবারই তার শরীর থেকে নতুন সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ