চাঁদপুরে আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে সদরে ১০ জন, ফরিদগঞ্জের ৬ জন ও হাইমচরে এক জন রয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জন। তার মধ্যে মারা গেছেন ৭১ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, শুক্রবার ঢাকা থেকে ৩১ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৭টি পজিটিভ। বাকি ১৪টি নেগেটিভ।
জেলায় মোট আক্রান্ত ১৫৯৪ জনের পরিসংখ্যান- চাঁদপুর সদরে ৬০৬ জন, ফরিদগঞ্জে ১৮৩ জন, হাজীগঞ্জে ১৫৩ জন, কচুয়ায় ৭০ জন, শাহরাস্তিতে ১৬১ জন, মতলব উত্তরে ১৩১ জন, মতলব দক্ষিণে ১৭৩ জন ও হাইমচরে ১১৭ জন।
জেলায় মৃত ৭১ জনের পরিসংখ্যান-চাঁদপুর সদরে ২০ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৭ জন, কচুয়ায় ৬ জন, শাহরাস্তিতে ৬ জন, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে এক জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন