করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা থেকে মুক্তির পথ খুঁজছে দেশটি। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৬ হাজার ৫৭০ জন ও মৃত্যু হয়েছে ১২২৫ জনের। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এই রিপোর্ট সামনে এসেছে।
এখন পর্যন্ত আমেরিকায় মোট ৪০ লাখ ২১ হাজারেরও বেশি মানুষের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজারের বেশি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ