সিলেটের বিশ্বনাথ উপজেলা নতুন করে আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সেবিকা ও অন্যজন উপজেলার সরিষপুর গ্রামের ৩৮ বছর বয়সী এক পুরুষ। বৃহষ্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হয় এ দু’জনের।
এর আগে উপসর্গ নিয়ে ২২ জুলাই নমুনা পরীক্ষার জন্য নমুনা দেন তারা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো
১৪১ জনে। তবে এ থেকে ইতিমধ্যে করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০৪ জন। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
বিডি প্রতিদিন/আল আমীন