করোনার তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। শুক্রবারও করোনাভাইরাসে আক্রান্ত এক হাজারের বেশি রোগী মারা গেছেন যুক্তরাষ্ট্রে, এ নিয়ে টানা চতুর্থ দিন। তবে মারাত্মক ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো বাজে সময় কাটিয়ে উঠছে বলে ইঙ্গিত পাচ্ছেন হোয়াইট হাউজের মহামারি বিষয়ক এক উপদেষ্টা।
দেশজুড়ে গতকাল ১ হাজার ১৯ জন কোভিড রোগী মারা গেছেন। আগের তিন দিনে যা ছিল ১১৪০, ১১৩৫ ও ১১৪১ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ