১১ আগস্ট, ২০২০ ১৭:৫৬

বাগেরহাটে ইউএনও করোনা আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইউএনও করোনা আক্রান্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভির রহমানসহ ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুধু ফকিরহাট উপজেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৭ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। সুস্থ হয়েছেন ১৩১ জন।

এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৩ জনে।  জেলায় আক্রান্তদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৫০ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভির রহমানসহ নতুন করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৩ জনে। 

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর