করোনার ভয়ে ঘরবন্দি আর কতদিন থাকা যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশে খুলছে স্কুল। তবে এক্ষেত্রে একধাপ এগিয়ে ইরান। টানা সাত মাস পরে গত শনিবার থেকে ইরানে খুলে দেওয়া হয়েছে স্কুল। কিন্তু স্কুলে সামাজিক দূরত্ব বজায় থাকবে কীভাবে? নতুন পন্থা বের করেছে কর্তৃপক্ষ।
ইরানে ক্ষুদে শিক্ষার্থীদের একটি স্কুলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পড়ুয়াদের ক্লাসরুমে বসানো হয়েছে স্বচ্ছ প্লাস্টিকের তাঁবুর মধ্যে। এভাবেই নাকি তাদের করোনা ভাইরাস থেকে বাঁচানো যাবে তাদের।
ছবিটি সোশ্য়াল মিডিয়ায় প্রথম শেয়ার করেন সাংবাদিক ফারনাজ ফাসিহি। সেখানে তিনি লেখেন, মহামারীর সময়ে এই হল ইরানের স্কুল। ছবি দেখা যাচ্ছে, ক্লাশরুমে তাঁবুর মধ্যে বসেই কাজ করছে খুদে পড়ুয়ারা। কারও মুখে মাস্ক নেই।
ছবিটি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এমন অভিনব ব্যবস্থার প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আবার সরকারকে তুলোধনা করেছেন। তাদের বক্তব্য, করোনা যখন এখনও দেশ থেকে যায়নি তখন স্কুল খুলে ছোটছোট ছেলেমেয়েদের এভাবে বিপদে ফেলার প্রয়োজন কী ছিল?
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ