সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন একজন। এখনও পর্যন্ত এ বিভাগে মোট মারা গেছেন ২০২ জন। করোনায় মৃত্যুর হারে দেশের ৮টি বিভাগের মধ্যে সিলেট রয়েছে ৬ নাম্বার অবস্থানে।
আর ময়মনসিংহ বিভাগ রয়েছে সর্বনিম্ন অবস্থানে। এ বিভাগে মৃত্যুর হার সবচেয়ে কম। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মৃতের বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ২৩৯ জন, যা শতকরা হিসাবে ৪৮ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৯৮৪ জন, ২১ দশমিক ২৩ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৯৩ জন, আট দশমিক ৪৮ শতাংশ। রাজশাহী বিভাগে মারা গেছেন ৩১১ জন, ছয় দশমিক ৭১ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ২২০ জন, ৪ দশমিক ৭৫ শতাংশ।
সিলেট বিভাগে মারা গেছেন ২০৯ জন, শতকরা হিসাবে ৪ দশমিক ৫১ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১৭৮ জন, তিন দশমিক ৮৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মোট মারা গেছেন ১০০ জন, যা শতকরা হিসাবে দুই দশমিক ১৬ শতাংশ।
বিডি প্রতিদিন/আরাফাত