ইউক্রেনের ধর্মগুরুর মতে, সমলিঙ্গের বিবাহ বেড়েছে বলেই করোনার সংক্রমণ বেড়েছে। এমন মন্তব্যের পর এবার তার শরীরে থাবা বসালো করোনাভাইরাস।
ইউক্রেনের অর্থডক্স চার্চের প্রধানকে প্যাট্রিয়ার্ক ফিলারেট বলা হয় সেদেশে। ৯১ বছরের বিশপ করোনায় আক্রান্ত হলেন। এবং তাকে ভর্তি হতে হল হাসপাতালে। এমনকি জানা গেছে, নিউমোনিয়ার লক্ষণ দেখা গেছে তার ফুসফুসে। কিন্তু এতদিন তিনি মনে করতেন সমকামী মানুষেরা যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন বলেই সংক্রমণ বাড়ছে।
গত মার্চ মাসে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আসলে ঈশ্বর সমকামীদের অভিশাপ দিচ্ছেন। আর তারই অপর নাম করোনা ভাইরাস। এক কথায় বললে বলা যায়, সমকামী বিবাহ এর জন্য দায়ী।
এমন মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন অনেকে। এমনকি, বিদ্বেষ ছড়ানোর জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও কথা হচ্ছিল। কিন্তু হায়। শেষ পর্যন্ত সেই করোনা ভাইরাসই তার দেহে থাবা বসাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ