করোনায় আক্রান্ত হয়ে বগুড়া জেলায় নতুন করে আরও একজন মারা গেছেন। তিনি শহরের মালতিনগরের জহুরুল আলম (৬৩)। বৃহস্পতিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৬ জন। এছাড়া জেলায় নতুন করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সাথে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।
শুক্রবার জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৬৪৮ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৭৬৬ জন। আর মারা গেছেন ১৬৮ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর