মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই করোনাভাইরাস নিয়ে উদাসীন ছিলেন। তিনি শুরু থেকেই ছিলেন লকডাউনের বিপক্ষে। সেই সঙ্গে মাস্ক ব্যবহারেও মনোযোগী ছিলেন না ট্রাম্প। তাকে অধিকাংশ সময়ই মাস্ক ছাড়াই দেখা যেত। এছাড়াও করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি।
এবার সেই ট্রাম্পই করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তা-ই নয়, করোনায় আক্রান্ত তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। মূলত ঘনিষ্ঠ এক নারী উপদেষ্টার সংস্পর্শে আসার পরই করোনা ধরা পড়ে ট্রাম্পের।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর নির্বাচনে তার প্রতিদ্ব্ন্দ্বী ডেমোক্র্যাটিক পার্থী জো বাইডেন খোঁচা দিয়ে কথা বলেছেন।
জো বাইডেন বলেছেন, “ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এই মহামারীর গুরুত্ব বোঝাতে একটি শক্তিশালী অনুস্মারক।”
তিনি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “এই ভাইরাসকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না।”
তিনি আরও বলেন, “দায়িত্বশীল হিসেবে আমাদেরকে আমাদের নিজেদের কাজটুকু করতে হবে। অর্থাৎ বিজ্ঞান মেনে চলতে হবে, বিশেষজ্ঞদের কথা মানতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, জনবহুল স্থানে মাস্ক পরতে হবে এবং অন্যদেরকেও এসব মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।” সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম