করোনাভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (বুধবার) আরও প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে ২৫ লাখ ছাড়াল করোনাভাইরাসে প্রাণহানি।
এদিন আড়াই হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ১৮ হাজারের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৪শ’র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। লাতিন দেশটিতে আড়াই লাখ ছাড়াল মোট প্রাণহানি।
একইদিন, করোনায় ১৩শ’র কাছাকাছি মানুষ মারা গেছে মেক্সিকোয়। এছাড়া, সাড়ে তিন থেকে ৪ শতাধিক মৃত্যু হয়েছে পোল্যান্ড-জার্মানি-স্পেন-রাশিয়া ও ব্রিটেনে।
বুধবারও নতুনভাবে ৪ লাখ ৩৮ হাজারের মতো মানুষের শরীরে মিলল কোভিড-১৯, মোট সংক্রমিত ১১ কোটি ৩০ লাখের ওপর।
বিডি প্রতিদিন/কালাম