মুন্সীগঞ্জে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন। সুস্থ হয়েছে ১০ জন করোনা রোগী। সিভিল সার্জনের তথ্য মতে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৩০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৫৯ জন। মৃত্যুবরণ করেছেন ৬৯ জন করোনা রোগী।
পুরো জেলা থেকে এই পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ২৩ হাজার ৯৮৮ জনের যার মধ্যে রির্পোট পাওয়া গেছে ২৩ হাজার ৪৪৪ জনের। এখনো ৪ শ ৪৪ জনের রিপোর্ট আসেনি। জেলা মোট করোনা ভ্যাকসিন টিকা গ্রাহন করেছে ৪৪ হাজার ৫০৩ জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় নতুন করে সর্বমোট কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৬৪৩ জনকে। যার মধ্যে হাসপাতালে রয়েছে ১৬ জন। বাকিরা যার যার বাড়ীতে কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২৪ ঘন্টা ৩০ জন সনাক্ত হলেও নতুন করে ১০ জন সুস্থ্য হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করে নি বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার