গত ২৪ ঘন্টায় করোনার বগুড়ায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। মৃতরা হলেন- সারিয়াকান্দির আব্দুল কাদের (৭১) এবং সিরাজগঞ্জের লোকমান হোসেন (৫০)। তারা দু'জনই বুধবার (৩১ মার্চ) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন ।
এছাড়া বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০৮ নমুনার ফলাফলে নতুন করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬জন। নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩৪ জন সদরের এবং বাকি একজন আদমদীঘির বাসিন্দা। আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, ৩১ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯২টি নমুনায় ৩২ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস-এ ১৬ জনের নমুনায় ৩ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৪১৭ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৩২ জনে দাঁড়িয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২২ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত