৯ এপ্রিল, ২০২১ ০৩:৪৩

করোনা: আর্জেন্টিনায় ৩ সপ্তাহের কারফিউ

অনলাইন ডেস্ক

করোনা: আর্জেন্টিনায় ৩ সপ্তাহের কারফিউ

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনাসংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে তিন সপ্তাহের জন্য সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরপর দ্বিতীয় দিন করোনায় রেকর্ড পরিমাণ সংক্রমণ হওয়ার পর এমন ঘোষণা দিলেন তিনি।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, প্রেসিডেন্টের সরকারি বাসভবনে রেকর্ড করা এক বার্তায় তিনি বলেন, শুক্রবার থেকে এ কারফিউ কার্যকর করা হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মধ্যরাত থেকে প্রতিদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তিনি নিজে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেলফ-আইসোলেশনে রয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, আর্জেন্টিনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষকরে মধ্যাঞ্চলে এ কারফিউ কার্যকর করা হবে। বার এবং রেস্তোরাঁগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর